সাভারের আমিনবাজারে চিশতিয়া তেলের প্যাম্পের পাশে বিএনপির পূর্ব নির্ধারিত মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বিএনপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা মঞ্চ ভেঙেছে। আর পুলিশ বলছে, এখানে সমাবেশের কোনো অনুমতি ছিল না।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার উত্তর প্রবেশমুখ সাভারের আমিন বাজারে সোমবার সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। তবে রাতের অন্ধকারে আমিনবাজারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ একদল দুর্বৃত্ত ভেঙে দেয় বলে অভিযোগ করছে বিএনপি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার এই অভিযোগ হাস্যকর। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এ ছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, সাভারে আমিনবাজারের আজকের জন্য সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একইস্থানে আমরা সমাবেশটি করবো।
বিডি প্রতিদিন/এমআই