ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ৪০১ ধারায় কোনো দরখাস্তের প্রয়োজন নেই, এ ধারায় সরকার ইচ্ছে করলেই বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে। সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায় দিয়ে তাকে বিদেশে রাখছেন। খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া ৪৮ ঘণ্টা আল্টিমেটামের ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে অন্যথায় তার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।
সোমবার বিকেলে ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের উদ্যোগে সরকারের পদত্যাগ, স্বঘোষিত ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আইনজীবীদের পদযাত্রা শেষ সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে আইনজীবীদের অংশগ্রহণে আয়োজিত পদযাত্রাটি গাজীপুর আইনজীবী সমিতি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক এডভোকেট শাহ আহমেদ, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সমন্বয়ক এডভোকেট সৈয়দ মামুন মাহবুব, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী এবং খন্দকার রেজাউল করিম, আইনজীবী শহীদুজ্জামান, রেজাউল করিম, ওমর ফারুক, মেহেদী হাসান প্রমুখ।
পদযাত্রায় বিএনপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত