৮ অক্টোবর, ২০২৩ ২১:৫৭

দেশপ্রেম নিয়ে সকল সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে : আল মামুন

অনলাইন ডেস্ক

দেশপ্রেম নিয়ে সকল সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে : আল মামুন

দেশপ্রেম নিয়ে সকল সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। আজ রবিবার রংপুর শিল্পকলা হলরুমে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্ধোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল মামুন বলেন, এই দেশ আমাদের সকলের দল মত নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। দেশের সংকট মুহূর্তে যেভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলছেন, সেভাবে আমাদের ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। আগামী দিনে জি এম কাদের দেশের নেতৃত্বে আসলে সাধারণ মানুষসহ সকল দলই নিরাপদ। 

রংপুর মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহাগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান। পরে সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হোসেন ইমন নির্বাচিত হন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাপা কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাপা নেত্রী অধ্যক্ষ নাহিদা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, রংপুর জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আলী, মুহিবুল্লাহ মোমেন সেতু, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালিউর রহমান সৈকত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শুভ, যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক পাভেল ইসলাম, সম্মিলিত পলিটেকনিক শাখার আহ্বায়ক নাহিদ কেন্দ্রীয় সদস্য ওসমান গনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর