১৬ অক্টোবর, ২০২৩ ১৫:৪২

যুবদলের সমাবেশে অংশ নিতে এসে ইউপি সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক

যুবদলের সমাবেশে অংশ নিতে এসে ইউপি সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীতে যুবদলের যুব সমাবেশে অংশ নিতে এসে দেলোয়ার হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার যুব সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে জয়পুরহাট থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছান তিনি। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির নির্বাচিত সদস্য। তিনি ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ঢাকায় যুব সমাবেশে অংশ নিতে আসা জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির সদস্য দেলোয়ার হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কমলাপুর রেল স্টেশনে নামার পর বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর