‘শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানে ড. মো. আওলাদ হোসেনের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে ড. মো. আওলাদ হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নং ও ৪৭ নং ওয়ার্ডের অলিগলিতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোটারদের ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।গণসংযোগকালে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়াসহ থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল