নীলক্ষেতের সড়ক অবরোধ তুলে নিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশী আন্দোলনকারীরা। প্রায় সাড়ে সাত ঘণ্টারও বেশি সময় পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদের আশ্বাস মেনে নিয়ে নীলক্ষেত ত্যাগ করেন তারা। এর আগে, পুলিশ কমিশনার পানি পান করিয়ে আন্দোলনকারীদের আমরণ অনশন ভাঙান।
শাহেন শাহ মাহমুদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সোমবার (৩০ অক্টোবর) তাদের প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসতে বলেছি। সেখানে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আন্দোলনকারীদের কয়েকজনকে পানি পান করিয়ে অনশন ভাঙিয়েছি। আশা করি তারা কোনো প্রকার উসকানিমূলক কাজে পা দেবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গনি সাবুসহ অন্যান্য কর্মকর্তারা। তবে সোমবার আশ্বাস অনুযায়ী কাজ না হলে পুনরায় বড় আন্দোলন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে, শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে বসেন ৩৫ প্রত্যাশীরা। এতে নীলক্ষেত মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাসেল জানান, লাগাতার কর্মসূচি অংশ হিসেবে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন হলেই আমরা এখান থেকে চলে যাবো। আমরা আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন চাই। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ চলবে বলেও জানান তারা।
অবরোধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রার কথা থাকলেও তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ