২৮ অক্টোবর, ২০২৩ ১১:৫৯

ধোলাইপাড় থেকে ছেড়ে যাচ্ছে কিছু দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক

ধোলাইপাড় থেকে ছেড়ে যাচ্ছে কিছু দূরপাল্লার বাস

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের বড় দলগুলোর সমাবেশ ঘিরে তুলনামূলক কম চলাচল করছে দূরপাল্লার বাস। নাশকতার শঙ্কায় এদিন বেশির ভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে গাড়িগুলো চলছে, সেগুলোতে রয়েছে যাত্রীদের অস্বাভাবিক চাপ। যদিও রাজধানীতে যেকোনো ধরনের সংঘাত এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে পুলিশ। ইতোমধ্যে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ধোলাইপাড় থেকে দক্ষিণাঞ্চল রুটে ছেড়ে যাচ্ছে কিছু দূরপাল্লার বাস। তবে আজ তুলনামূলকভাবে যাত্রীদের চাপ কম। এদিন সকাল থেকে দয়াগঞ্জে পুলিশের উপস্থিতি রয়েছে। এসব এলাকায় মিছিল-মিটিং করতে দেখা যায়নি। সেখানে ভিক্টোরিয়া পার্কের চারিদিকে গণপরিবহণ রাখা হয়েছে। এদিকে, রাজধানীর ভেতরে লেগুনা, অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেলেও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর