ফিলিস্তিনের নারী ও শিশুদের মানবাধিকার রক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে রিলিজিওনস ফর পিস-আরএফপি বাংলাদেশ।
এসময় জাতিসংঘের প্রস্তাব মোতাবেক ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করে বৃদ্ধ-নারী ও শিশুদের মানবাধিকার রক্ষা করতে সেখানে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবির পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজের শিক্ষক ও আরএফপি বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশের সভাপতি, প্রিন্সিপাল সুকোমল বড়ুয়া, ঢাবির বৌদ্ধ ও পালি স্টাডিজের পরিচালক প্রফেসর বিমান বড়ুয়া, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ফাদার তপন ডি রোজারিও, ইঞ্জিনিয়ার দিপক খীসা, বীর মুক্তিযোদ্ধ ও জেষ্ঠ্য সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, আরএফপির যুগ্ম সম্পাদক দিলিপ বড়ুয়া, সাংবাদিক আহমদ সেলিম রেজা, অঞ্জন দাস, অ্যাডভোকেট শফিকুর রহমান, বাহাই নেতা রহিম সারোয়ার, আরএফপি বাংলাদেশের মহিলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সালমা হাই ও সাধারণ সম্পাদক ঢাবির বৌদ্ধ ও পালি স্টাডিজেরবিভাগীয় প্রধান নীরু বড়ুয়া, আরএফপি ইয়োথের সভাপতি নাদিয়া আফরীন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় যুদ্ধ নয় শান্তি চাই, শিশু ও নারীদের মানবাধিকার রক্ষা করো প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগে রিলিজিওনস ফর পিস-আরএফপি বাংলাদেশ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফিলিস্তিনসহ যুদ্ধ ও সংঘর্ষ পীড়িত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব বিবেককে জাগ্রত করতে স্রষ্টার কাছে সাহায্য চেয়ে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতো প্রার্থনা করা হয়। সভায় বায়তুল মোকাররমের খতিব, খ্রিস্টান ধর্মীয় ঢাকার ক্যাথলিক চার্চ প্রধান, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ভিক্ষু ও হিন্দু সমাজের ধর্মগুরুদের সাথে আলোচনা করে তাদের মনোনীত প্রতিনিধি নিয়ে আরএফপি বাংলাদেশের উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় আরএফপি বাংলাদেশের মহিলা ইউনিট পুনর্গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন