৫ নভেম্বর, ২০২৩ ১২:৪১

অবরোধের প্রতিবাদে রাজশাহীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবরোধের প্রতিবাদে রাজশাহীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রবিবার (০৫ নভেম্বর) রাস্তায় ছিল আওয়ামী লীগ। অবরোধের প্রতিবাদে রাজশাহীতে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।  

আজ রবিবার সকালে কামারুজ্জামান চত্বরে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণীর নেতৃত্বে অবস্থান নেয় আওয়ামী লীগ। পরে অবরোধ বিরোধী মিছিল বের করে। নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর