অবরোধের সমর্থনে আজ সোমবার বেলা ১২ টায় কাকরাইল মোড় থেকে মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে আবার কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমূখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি বলেন, এই সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। কোনো আপোষ নয়, ফয়সালা হবে রাজপথে। দেশবাসীর প্রতি আহ্বান আসুন আমরা একসাথে সমবেত হয়ে একটা দুর্ভেদ্য উত্তাল আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন