অবরোধের নামে যানবাহনে হামলা ও অগ্নিসংযোগসহ সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের দাউদপুরের লালমাটি এলাকায় আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া। বক্তব্য রাখেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন ভূঁইয়া, নাদিম ভূঁইয়া, রিটন প্রধান, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকনসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের নাশকতার নামে বিএনপি জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে ছিল। এখনো আছে এবং থাকবে। কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তারা।বিডি-প্রতিদিন/শফিক