রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব ভাটপাড়া নড়াই নদীর থেকে গলাকাটা ভাসমান অর্ধগলিত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে রাজাখালী নৌ পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেটি বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
খিলগাঁও থানার অন্তর্ভুক্ত রাজাখালী পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার বিকালে খিলগাঁও ত্রিমুহনী, পূর্ব ভাটিপাড়া, বালু নদীর পাশে নড়াই নদীর কিনারে ভাসমান অবস্থা থেকে ঐ কিশোরের মৃতদেহ টি উদ্ধার করা হয়। তিনি বলেন, মৃতদেহটি পচন ধরেছে, তার গলাকাটা, পেটকাটা ভুরি বের হওয়া অবস্থায় ছিল। এছাড়াও গলায় গামছা পেচানো ছিল। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গলা, পেট কেটে হত্যা করে ঐ নদীতে ফেলে যায়।
আমরা তার ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করার জন্য ফরেনসিক বিভাগকে বলা হয়েছে।এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ