নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘তারেক জিয়া একটা কাপুরুষ, যে কি না নিজের মায়ের খবর রাখেন না। নিজের মা অসুস্থ তার খবর রাখেন না, সে আবার দেশের খবর রাখবেন কীভাবে।’
আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের কুলখানীতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সব জায়গায় মানুষের যে একটা আনন্দ সেটির বহিঃপ্রকাশ পাচ্ছে। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আবারও সরকার গঠন হোক। তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় ইতোমধ্যে মানুষের সাথে দেখা-সাক্ষাৎ করছি।’
‘আমি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের বলতে চাই, ওই লন্ডনে বসে আপনাদের দিয়ে আগুন সন্ত্রাসী করাচ্ছে তারেক জিয়া। আর আপনারা দেশে বসে মামলা খাচ্ছেন, ঘরবাড়ি মা বাবা ছাড়া আপনারা। আপনাদের পরিবারদের বলতে চাই এবং মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের সাবধান করে দেন, তাদেরকে আগুন সন্ত্রাসী থেকে বিরত রাখুন। না হলে আমরা কয়েক দিনের মধ্যে আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে খবর নিব, কারা এ বাসে আগুন দিচ্ছে এবং আগুন সন্ত্রাসী করছে তাদের চিহ্নিত করব এবং এলাকায় থাকতে দিব না।’  
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের নেতা এহসানুল হাসান নিপু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, আওয়ামী যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস সহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        