রাজশাহীতে চমক নেই জাতীয় পার্টির মনোনয়নে। প্রত্যাশিত নেতারা মনোনয়ন পেয়েছেন ৬টি সংসদীয় আসনে।
ঘোষিত মনোনয়ন অনুযায়ী রাজশাহী-১ আসনে শামসুদ্দিন মণ্ডল, রাজশাহী-২ সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী-৩ সোলাইমান হোসেন বিপ্লব।
এছাড়া রাজশাহী-৪ আসনে আবু তালেব প্রামাণিক, রাজশাহী-৫ আসনে সাবেক এমপি আবুল হোসেন ও রাজশাহী-৬ শামসুদ্দিন রেন্টু মনোনয়ন পেয়েছেন।
রাজশাহী-২ আসনের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন গত সিটি করপোরেশন নির্বাচনেও দলের প্রার্থী ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল