রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের নবীনগর ও ইয়াজপুরে। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালিয়েছেন কৃষ্ণপুর এলাকায়।
রাজশাহী-২ আসনের ১৪ দল প্রার্থী ফজলে হোসেন বাদশা আলুপট্টি থেকে সাহেববাজার পর্যন্ত লিফলেট বিতরণ করেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান প্রচারণা চালিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ড, রুয়েট ও ১৯ নম্বর ওয়ার্ডে।
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রচারণা চালিয়েছেন পবা উপজেলায়। বিকেলে জনসভা করেন। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন চারঘাট উপজেলার মিন্টুর মোড়, অনুপমপুর এলাকায়।
বিডি প্রতিদিন/হিমেল