রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিলেছে এক ব্যক্তির মরদেহ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন