টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জালাল মন্ডল (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত জালাল মন্ডল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মৃত বেলায়েত মন্ডলের ছেলে
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ইজতেমার ময়দানে জালাল মন্ডলের মৃত্যু হয়। এ নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হলো। এছাড়া সড়ক দুর্ঘটনায় একজন মুসল্লির মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কার মুহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রথম দিন মাগরিবের নামাজের আগে বার্ধক্যজনিত কারণে জালাল মন্ডলের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্বের বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ