২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:২৩

ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদ কামাল বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

জানা যায়, উপাচার্যের বাসভবনের পরিচ্ছন্নতাকর্মীরা একটি ব্যাগভর্তি নবজাতকের মরদেহ পেয়ে কেয়ারটেকারকে জানান। এরপর তিনি শাহবাগ পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রক্টর অধ্যাপক ড.  মাকসুদুর রহমান বলেন, ‌‘রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে কেউ একজন বাচ্চাটি দেয়ালের উপর দিয়ে উপাচার্যের বাংলোর মধ্যে ফেলে দিয়েছে। সাধারণত পাশেই মেডিকেল হওয়ায় এ ধরনের মরদেহ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। এবার হয়তো তারা মেডিকেলের আশপাশে ফেলতে না পেরে এদিকে এসে সুযোগ পেয়ে ভেতরে ফেলে দিয়েছিল। মরদেহটি দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর