বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা, মহসিন মার্কেট এলাকা, চাঁদমারি এলাকা ও পোর্ট রোডের আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী ও পুরুষসহ ২৫ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ