ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘আমরা জনগণের পক্ষে’ এই শ্লোগান শুধু মুখে নয়, বাস্তবেও প্রয়োগ ঘটিয়েছে পাঠক নন্দিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দেশের শীর্ষ এ দৈনিক নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি তাদের এ ধারা অব্যাহত রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস ও আস্থা রাখি।’
রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫ বছরে পদাপর্ণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে মসিক মেয়র আরও বলেন, সব সময় আমার পাশে থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করেছেন গণমাধ্যম কর্মীরা। ভবিষ্যতেও তারা নগরের প্রকৃত চিত্র মানুষের কাছে তুলে ধরে আমাকে সহযোগিতা করবেন বলে আশা করছি।
অনুষ্ঠানে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মোশাররফ হোসেন, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, গোলাম মোস্তফা, শেখ মহিউদ্দিন, নিয়ামুল কবীর সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনসহ প্রমুখ।
এর আগে ১৫ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটেন অতিথিরা। পরে আলোচনা সভা শেষে একটি বনার্ঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল