সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকার শপিং মলের সামনে থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ওই ব্যক্তির নাম মো. আরশাদুজ্জামান (৪৫)। সে রংপুর জেলার তারাগঞ্জ থানার মধ্য হাড়িয়াকুঠি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি বাজার বাস স্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় প্রতিদিনই সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই এর ঘটনা ঘটছে। দূর দূরান্ত থেকে যাত্রীরা বাসে করে সাভারে এসে নামার পরই বেশি দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। এছাড়াও ফাঁকা মহাসড়ক দিয়ে হেঁটে অথবা রিক্সায় যাওয়ার পথে এবং বিভিন্ন অলিগলিতেও ছিন্তাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা পথচারীদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে রাখায় আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে সাভার। এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের ধরতে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নিহত ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে। তাই শপিং মলসহ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মনসুর সুপার মার্কেটের সামনে পরিবারের সদস্যদের সাথে গাড়ির জন্য অপেক্ষা করার সময় দক্ষিণ কোরিয়া প্রবাসী এক নারীর কাছে থাকা দুটি পাসপোর্ট, দুটি গ্রীন কার্ড, মোবাইল ফোন, স্বর্ণের আংটি, বেসলেট ও চেইনসহ ৮ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্রধারী ছিনতাইকারীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
দক্ষিণ কোরিয়া প্রবাসী মনিরা আক্তার বলেন, পাসপোর্ট দুটি না পেলে আমি আর আমার সন্তান আমরা তো বিদেশে যেতে পারবো না তাই পুলিশ যেন আমার পাসপোর্ট দুটি উদ্ধার করে দেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) মোহাম্মদ শাহিনুর কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং ঐ প্রবাসীর দুটি বিদেশি পাসপোর্ট ও বাংলাদেশে দুটি পাসপোর্টসহ মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল