আইনের শাসন চাইলে মব জাস্টিজকে কখনোই সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। বুধবার বরিশাল নগরীর সদর রোড আর্য্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্খাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দিলিপ কুমার সরকার আরো বলেন, নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের একটি অসন্তুষ্টি আছে। ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সালের নির্বাচন এক একটা একেক ধরনের হলেও সবগুলি নিয়েই মানুষের মাঝে অসন্তুষ্টি আছে। সারাদেশের মানুষ চায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। আর সে জন্যই কিন্তু নির্বাচনী আইন করা, সঠিক মানুষদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া এবং নির্বাচনটা সঠিকভাবে দেয়ার কথা।
দিলিপ কুমার সরকার বলেন, যখন নির্বাচন হবে, সেটা যেন অংশগ্রহণমূলক হয় এটা আমরা চাই। আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে গত ১৫ বছরে অনেকে অপরাধকর্মের সাথে জড়িত থাকতে পারে। আন্দোলনের সময় অনেকে অন্যায় করতে পারেন, হত্যার সাথে জড়িত থাকতে পারে, অনেকে দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে। এককথায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক।
সংবাদ সম্মেলনে ধারণা পত্রে ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সৎ যোগ্য নিরপেক্ষ ও সাহসী ব্যক্তিদের স্বচ্ছতার সাথে নিয়োগ প্রদান করাসহ ১২টি প্রস্তাব করা হয়। সংবিধানের মধ্য এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা সৃষ্টি করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করার প্রস্তাব করেন।
এছাড়া জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে ৬ টি, বিচার বিভাগ সংস্কার কমিশনে ৫টি, দুর্নীতি দমন সংস্কার কমিশনের অগ্রাধিকারে ৬টি, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে ১০টি, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনে ৭টি, গণমাধ্যম সংস্কার কমিশনে ৬টি, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনে ১০টি, নারীবিষয়ক সংস্কার কমিশনে ৬টি এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৯টি প্রস্তাব তুলে ধরা হয়।
সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি অধ্যাপক মোতালেব হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী (বরিশাল অঞ্চল) মেহের আফরোজ মিতা।
বিডি প্রতিদিন/এএ