রাজধানীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (১০ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় সময় তাদের কাছ থেকে ১৬৮টি ইয়াবা, ৪৯৫ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত