রাজধানীর শাহবাগ থানার শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৫৫) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টা ও সাড়ে ৪টার দিকে ওই দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, শাহবাগ থানার শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা এবং ঢাকা মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের আশপাশের লোকজনের কাছে খবর নিয়ে জানতে পারি তারা দুজনেই ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ