সারাদেশের মতো বরিশাল জেলায় শুরু হতে যাচ্ছে চতুর্থ ‘অর্থনৈতিক শুমারি’ কার্যক্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর মূল কার্যক্রম।
রবিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে শুমারি স্থায়ী কমিটির সভায় জেলা পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান এসব তথ্য জানান।
এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। তিনি বলেন, অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন নির্ধারণ করতে চতুর্থ অর্থনৈতিক শুমারি কার্যক্রম ডিসেম্বরে শুরু হবে। এ কার্যক্রমে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। সে সঙ্গে অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের কাঠামো নির্ধারণ করা।
সভায় জানানো হয়, দেশের প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয় ১৯৮৬ সালে। এরপর দ্বিতীয় শুমারি হয় ২০০১ ও ২০০৩ সালে এবং তৃতীয়টি ২০১৩ সালে। ১০ বছর পর হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। তবে এবারই প্রথম ট্যাবলেট পিসির মাধ্যমে (আইসিএমএস) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। লিস্টিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইউনিটে কাজের ধরণ নির্ধারণ শেষে ধাপে ধাপে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করবে বিবিএস ।
সভায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি দপ্তর প্রধানরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমএস