রাজধানীর মহাখালী রেল গেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সাহিদা খানম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাহিদা খানম আরও বলেন, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি, রেললাইন দিয়ে যাওয়ার সময় লালমনিরহাট থেকে আসা এক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শআ