সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় এক হাজার স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক।
আজ রবিবার বিকালে গেন্ডা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কারের নেতৃত্বে অভিযান শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে আগামীকাল পর্যন্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কার সরকার জানান, সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে তাদের এই অভিযান জোরালোভাবে চলছে।এরই অংশ হিসেবে দুদিনের চলমান অভিযানের আজ প্রথম দিনে গেন্ডা বাজার স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ