রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক পদে যোগ দিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
রবিবার দুপুরে তিনি কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
হাসপাতালের নানা অনিয়ম-দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে পরিচালক পদে সেনাবাহিনী থেকে কোনো কর্মকর্তাকে চাচ্ছিলেন রংপুরের মানুষ। সর্বশেষ গত ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টে আহতদের দেখতে রমেক হাসপাতালে গেলে সেখানে উপিস্থিত রোগী-স্বজন ও রংপুরবাসী তাকে সেনাবাহিনী থেকে হাসপাতালের পরিচালক নিয়োগ দেওয়ার অনুরোধ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও একই দাবি করেছিলেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একজন সেনা কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আশা করছি, এখন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতিমুক্ত হবে।
বিডি প্রতিদিন/এমআই