বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে শুকরানা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) ডেমরা থানা বিএনপির কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে বিকালে এক আনন্দ মিছিল বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ, ৬৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. হাই, সিনিয়র সহ-সভাপতি ফারুক, ৬৮ নং ওয়ার্ডের সভাপতি লিটন মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, ৬৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, ডেমরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, তাঁতি দলের আহ্বায়ক জুলহাস, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রুবেল রানা, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিব, কৃষক দলের সভাপতি কাজী রাশেদুল হক শ্যামল, ওলামা দলের সভাপতি আলাউদ্দিন প্রদীপসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন