রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসগারের মধ্য দিয়ে দাওয়াত ও তাবলীগের পাঁচদিনব্যাপী জোড় ইজতেমার সমাপ্তি আগামীকাল মঙ্গলবার। কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন চিল্লাধারী মুসল্লিরা। মঙ্গলবার আনুমানিক সকাল দশটায় দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এর আগে বাদ ফজর হেদায়েতি বয়ান করবেন ভারতের মুরব্বি আব্দুর রহমান। বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশী ৩ চিল্লার সাথী অংশ নেন। কালিমা, নামায, ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়।
আজ সোমবার চতুর্থদিনে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। সকাল দশটায় বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, বাদ আসর বয়ান করেন পাকিস্তানের ডাক্তার নাওশাদ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা জুবায়ের।
চার মুসল্লির মৃত্যু: জোড় ইজতেমায় গত চারদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫)ও দিনাজপুর সদরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউছার আলী(২৮), সিরাজগঞ্জ সদরের মো. শহিদুল ইসলাম(৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।
মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমায় বিদেশী মুরব্বিরা উপস্থিত হয়েছেন। এদিকে এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহনের দাবিতে জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি), টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বরাবর একটি স্মারকলিপি দেন তাঁর অনুসারীরা।
টঙ্গী জোনের পুলিশ কর্মকর্তা (এসি) মেহেদী হাসান বলেন, জোড় ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সেবায় নিরাপত্তা বলয়ে রয়েছে ইজতেমা ময়দান। ময়দান ঘিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ