গাজীপুরের কালিয়াকৈরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার আন্দারমানিক রোড এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত সাইফুল ইসলাম (৪৪) কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। সফিপুর বাজারে তার বিকাশের ব্যবসা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল ইসলাম সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় আগ থেকে ওৎপেতে থাকা ৫/৭ জনের একদল ছিনতাইকারী সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় সাইফুলের সাথে ব্যাগে থাকা নগদ টাকা, তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও সাতটি বাটন ফোন ছিনতাই করে দুবৃর্ত্তরা।
এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম জানান, ‘ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’