গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজার আন্দরমানি রোডে এ ঘটনা ঘটে।
আহত বিকাশ ব্যবসায়ী উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় আন্দারমানিক সাউত ব্রিজ স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে সাতজনের যুবক ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এরপর ব্যবসায়ীকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী চা দোকানি শ্রী স্বপন সাহা জানান, সাইফুল ইসলাম দোকান বন্ধ করে বাসার দিকে যাছিলেন। এ সময় পেছন থেকে পাঁচ-সাতজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাকটি ছিনিয়ে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই