রংপুরের দমদমা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা রোধে ও সড়কে নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গোলচত্বর বা ইউলুপ-ইউটার্ন করার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক ধর্মদাস তামপাট এলাকায় এ অবরোধ করেন এলাকাবাসী। এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি এলাকাবাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে বিষয়টি ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণ ও সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মহাসড়ক অবরোধ বিষয়ে স্থানীয় আবু বক্কর জানান, এই স্থানে কোনো গোল চত্বর না থাকায় কিংবা কোনো ইউটার্ন না থাকার কারণে রাস্তা পারাপার ও চলাচল খুবই বিপজ্জনক। প্রায় সময় দুর্ঘটনা ঘটে এখানে। এই মহাসড়কের কাজ শুরুর পর থেকেই দাবি তোলা হলেও কর্তৃপক্ষ সাড়া দেননি।
বিডি প্রতিদিন/এমআই