আগামীকাল থেকে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে শুরু হচ্ছে আটদিন ব্যাপি বিভাগীয় বই মেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার বিকেল চারটায় মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্বোধন করবেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব (পিআরএল) মু. আ. হামিদ জমাদ্দার।
মঙ্গলবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন।
তিনি বলেন, ৪ ডিসেম্বর মেলার উদ্বোধন হয়ে আগামী ১১ ডিসেম্বর সন্ধ্যায় মেলা শেষ হবে। বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭ টি স্টল থাকবে। এছাড়া বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল টিম সার্বিক সহযোগিতা দিতে আরও ৩ টি স্টল থাকবে মেলায়।
তিনি আরও বলেন, মেলা প্রাঙ্গণে লেখক-পাঠক আড্ডা, কবিতার আসর, মিডিয়া কর্নার এবং মা ও খোকা-খুকির রাজ্য শীর্ষক চারটি পৃথক বসার ব্যবস্থা থাকবে। আর প্রতি কর্মদিবসে দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে এবং সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মেলা উপলক্ষ্যে প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান, সেমিনার ও প্রতিযোগিতার পৃথক আয়োজন রয়েছে। উদ্বোধনের পরের দিন ৫ ডিসেম্বর জুলাই-আগস্ট বিপ্লব-২০২৪ এর প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে। ৬ ডিসেম্বর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৭ ডিসেম্বর উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠান, ৯ ডিসেম্বর কবি জীবনানন্দ দাসের কবিতা ও সাহিত্যকর্মে বরিশালের নদী ও প্রকৃতি সংক্রান্ত আলোচনা অনুষ্ঠান এবং ১০ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ে সেমিনারের আয়োজন থাকছে।
মেলা উপলক্ষ্যে প্রতিদিনি সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নির্ধারিত দিন ও সময়ে বিভাগের ৬ জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল সাংস্কৃতিক কেন্দ্র, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সমাপনীর সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশালের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) উপমা ফারিসাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমএস