আজ বুধবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।
স্থানীয় সময় দুপুরে ২১০ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষস্থানে উঠে আসে ঢাকা।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে খুবই অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার সড়কে মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করে। সঙ্গে শিল্পকারখানার দূষণ মিলে ঢাকার বাতাসকে মারাত্মক অস্বাস্থ্যকর করে তুলেছে। আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
ঢাকা ছাড়া আজ দুপুরে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করা শহরগুলো ছিল যথাক্রমে মিসরের কায়রো দ্বিতীয় (স্কোর ১৯৯), তৃতীয় ছিল ইরাকের বাগদাদ (স্কোর ১৯৬), চতুর্থ ছিল পাকিস্তানের করাচি (স্কোর ১৮০), পঞ্চম ছিল কাজাখস্তানের আসতানা, ষষ্ঠ ছিল কঙ্গোর কিনশাসা (স্কোর ১৭২), সপ্তম ছিল ভারতের কলকাতা (স্কোর ১৬৮), অষ্টম ছিল উগান্ডার কামপালা (স্কোর ১৬২), নবম ছিল চীনের উহান (স্কোর ১৫৯) এবং দশম ছিল ভারতের দিল্লি (স্কোর ১৫৪)। সূত্র: আইকিউ এয়ার
বিডি প্রতিদিন/একেএ