ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই তরুণ-তরুণীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ আব্দুল বারী।
ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফুলতুলি এলাকার মোকলেছ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।
বিডি প্রতিদিন/জামশেদ