প্রশংসনীয় বা অসাধারণ কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ইনক্রিমেন্ট দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ শুক্রবার ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে একটি কমিটি গঠন করে দেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরির বিধিমালা ২০১৯ এর ১১ এর উপধারা মোতাবেক প্রশংসনীয় বা অসাধারণ কর্মের জন্য দুইটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করার জন্য এ বিষয়ে আবেদন নিষ্পত্তি করতে তিন সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আবেদন যাচাই বাছাই করে সুপারিশ করবে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান অডিট কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে আইন কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপক।
বিডি প্রতিদিন/জুনাইদ