মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে আরাফাত রহমান ক্রীড়া পরিষদ।
শুক্রবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ খান থানা, উত্তরখান থানা, মোহাম্মদপুর থানাসহ উত্তরের দশটি থানা, ১৯টি ওয়ার্ডের আরাফাত রহমান ক্রীড়া পরিষদের নেতাকর্মীবৃন্দ।
সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ বলেন, ক্ষমতার কেন্দ্রে থেকেও আরাফাত রহমান কোকো কখনোই ক্ষমতার দম্ভ করেননি। তিনি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমরা তার আদর্শকে ধারণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সহ সভাপতি দিদারূল ইসলাম, ছাদিকুল ইসলাম, মহানগর উত্তরের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুর রউফ মাজেদ, দপ্তর সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল