শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বরিশাল নগরীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল করা হয়েছে। শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে সমাবেশ করা হয়। শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কমরেড জুলফিকার আলী, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এবং ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান চালক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, অপসো স্যালাইন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি কাঞ্চন মল্লিক, অলিম্পিক সিমেন্ট শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সেলিম সর্দার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সোনিয়া বেগম, রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মহসিন হাওলাদার, বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আলী, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মো. আরিফ, পদ্মা ব্লোয়িং শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক জসিম গাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ