ঢাকার কেরানীগঞ্জে বাউন্ডারির দেয়াল ধসে চাপা পড়ে মোছা. সুলতানা বেগম (৫০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ চর রহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুলতানা বেগম দিনাজপুর জেলার খানসামা থানার হোসেনপুর গ্রামের রিকশা মিস্ত্রি আব্দুল ওহাবের স্ত্রী। বর্তমানে চর রহিত পুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
মৃতের ছেলে মেহেদী হাসান জানান, বিকেলে তার মা বাসার পাশে হাঁটতে বের হয়েছিলেন। রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারির দেয়ালের ইটের কিছু অংশ ধসে তার গায়ে ওপর পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ