রংপুরসহ উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকসহ সাধারণ মানুষ। পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রাখায় তারা নির্ধারিত গন্তব্যে যেতে পারছেনা। সেই সঙ্গে শ্যালো মেশিন দিয়ে যারা বোরো চাষ করেন তারাও তেল না পেয়ে বিপাকে পড়েছেন।
আজ বুধবার সকাল থেকে রংপুর বিভাগের প্রায় সাড়ে তিনশ' পাম্পে তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। ফলে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস-ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন পাম্পে তেল না পেয়ে ঘুরে গেছে।
নগরীর শাপলা পাম্পে আসা মোটরসাইকেল চালক তাজুল ইসলাম তুহিন বলেন, 'কাল রাতে মোটরসাইকেলের তেল শেষ হয়েছে। মিঠাপুকুরে কাজের জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু পাম্পে এসে দেখলাম তেল বিক্রি বন্ধ। খোলা বাজারেও তেল নেই। এখন জরুরী কাজে গন্তব্যে যেতে পারছি না।'
পিকআপ চালক শাকিল আহমেদ বলেন, পাম্প বন্ধ হওয়ার কারণে তেল নিতে পারি নাই। তাই আজ কোন ভাড়া খাটা সম্ভব হচ্ছে না।'
এ ব্যাপারে রংপুর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি মিজানুর রহমান বলেন, 'আমাদের দাবির বিষয় নিয়ে আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।'
এর আগে, মঙ্গলবার রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্ব ঘোষণা, নোটিশ বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন বন্ধ এবং পরিবহণ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা