জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রহত্যা মামলায় কারাবন্দী সাভারের সাবেক যুবলীগ নেতা ও হকার নেতা আতাউর রহমান আতা (৫০) ঢাকা মেডিকেলে মারা গেছেন। আতাউর রহমান সাভার হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন ও সাভার পৌর তিন নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
আতাউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোতাহার খাতুন।
তিনি বলেন, কয়েদী আতাউর রহমান বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। সে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর প্রস্তুতি চলছে।
আতাউর রহমানের ছোট ভাই মাসুদ রানা বলেন, ভাই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। মামলায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিলো। সে মারা গেছে আজ সকালে আমাদের জানানো হয়েছে। মরদেহ নেয়ার জন্য ঢাকা মেডিকেলে অপেক্ষা করছি।
বিডি প্রতিদিন/এএ