আলোচিত "মাসদার হোসেন মামলা"র বাদী বিচারক এবং বিচার বিভাগীয় সংস্কারের অন্যতম পথিকৃৎ মাসদার হোসেন ‘ডি জুরি একাডেমি’ পরিদর্শন করেন এবং "From Vision to Verdict: The Path to an Independent Judiciary" শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। আজ রবিবার (১১ মে) ডি জুরি একাডেমির নিজস্ব ‘মাসদার হোসেন থিয়েটার রুমে’ অনুষ্ঠিত এ সেমিনারে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানিক শাসনের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।
এ আয়োজনে ডি জুরি একাডেমির শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেন, “মাসদার হোসেনের উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীন বিচার ব্যবস্থা কেবল দাবি নয়—এটি একটি চলমান সংগ্রাম।”
ডি জুরি একাডেমির প্রধান নির্বাহী পরিচালক জনাব ওয়ালিদ রহমান স্বপ্নিল বলেন, “আজকের দিনটি ডি জুরি একাডেমির চলার পথে এক বিশেষ অধ্যায়। বিচার বিভাগের এই মহান ব্যক্তিত্বকে সামনে থেকে শোনা এবং তাঁর চিন্তা-দর্শন উপলব্ধির সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ।”
বিডি প্রতিদিন/আশিক