১১ অক্টোবর, ২০২১ ১০:০৩

অনিবন্ধিত রেস্তোরাঁয় নোংরা পরিবেশ, লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

অনিবন্ধিত রেস্তোরাঁয় নোংরা পরিবেশ, লাখ টাকা জরিমানা

রাজধানীতে অনিবন্ধিত একটি রেস্তোরাঁয় নোংরা পরিবেশ, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ না করায় জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার (১০ অক্টোবর) নবাব হাবিবুল্লাহ রোডে ‘স্বাধীন রেস্টেুরেন্ট’কে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এ জরিমানা করেন তিনি। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে রেস্তোরাঁটিকে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহায়তায় করেন নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও আনসার বাহিনীর একটি দল।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর