১৩ অক্টোবর, ২০২১ ১১:১৭

অসুর বধের আহ্বানে আজ অষ্টমী, হচ্ছে না কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক

অসুর বধের আহ্বানে আজ অষ্টমী, হচ্ছে না কুমারী পূজা

ফাইল ছবি

দেবীশক্তির বন্দনা ও অসুর বধে অশুভ খণ্ডনের প্রত্যয়ে আজ দুর্গোৎসবের মহা অষ্টমী। করোনা মহামারীর কারণে আজ বুধবার রাজধানীর কোনো মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়নি।

গত বছরের মতো এ বছরও ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর কোনো মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়নি।

পঞ্জিকামতে গতকাল মঙ্গলবার সপ্তমী তিথি শেষে অষ্টমী শুরু হয়ে আজ রাত ১২টা ১৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এর মধ্যে রাত ১১টা ৫৪-তে সন্ধিপূজার সময় শুরু হয়ে রাত ১২টা ৪২ মিনিটে শেষ হবে। পূজা শেষে অঞ্জলি দেবেন ভক্তরা। গতকাল নবপত্রিকা প্রবেশ, সপ্তমী পূজা ও সন্ধ্যারতির মধ্য দিয়ে মহাসপ্তমী পালিত হয়েছে। শাস্ত্রানুযায়ী দিবাগত রাত ২টা ১৬ মিনিট পর্যন্ত দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে সপ্তমাদি কল্পারম্ভ শেষ হয়।

এর আগে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর