শব্দ নাট্যচর্চা কেন্দ্র ১৯৯৫ সাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০০৭ সালে ঢাকার দল হিসেবে আত্দপ্রকাশ করে। শব্দ নাট্যচর্চা কেন্দ্র বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত একটি সক্রিয় নাট্যদল। 'নির্মাণ ও ঐতিহ্যের ১৯ বছর' স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টম্বর, ২০১৪ সাল পর্যন্ত শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ৫টি নাটক যথা- 'তৃতীয় একজন', 'ঠিকানা', 'রাইফেল',
'দর্পণ সাক্ষী' এবং 'ইনফরমার' নিয়ে 'শব্দ নাট্যোৎসব ২০১৪' জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে শুরু করতে যাচ্ছে। জানা যায়, এবারের প্রদর্শনিতে দেখানো হবে শব্দ নাট্যচর্চার জনপ্রিয় নাটকগুলো।