বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
কিবরিয়া হত্যা মামলা

সম্পূরক চার্জশিট বিষয়ে আদালতে আজ সিদ্ধান্ত

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় পুলিশের দেওয়া তৃতীয় দফার সম্পূরক চার্জশিটের (অভিযোগপত্র) বিষয়ে আজ নির্ধারিত তারিখে সিদ্ধান্ত নিতে পারেন আদালত। কিবরিয়ার পরিবার এবার নারাজি দেবে না বলে সিদ্ধান্ত নেওয়ায় চার্জশিটটি গ্রহণ করে বিচারের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে ১৩ নভেম্বর বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মেহেরুন্নেছা পারুল সম্পূরক চার্জশিটটি জমা দেন, যেখানে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ জনকে আসামি হিসেবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটটি আদালতে গৃহীত হলে বরখাস্ত হতে পারেন আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ-পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হামলায় আরও চারজন নিহত এবং আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।
 

সর্বশেষ খবর