মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গরম কমার সুখবর নেই

রাজশাহীতে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক

দাবদাহের প্রভাব থেকে মুক্তির কোনো সুখবর নেই। আগামী এক সপ্তাহের মধ্যে গরম কমছে না। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে কিছুটা কমলেও গরমের তেজ কমেনি। ঝাঁঝালো গরম কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন রোদের তাপে নগরবাসীকে ভুগতে হবে আরও এক সপ্তাহের বেশি। একই সঙ্গে বৃদ্ধি পেতে পারে তাপপ্রবাহ।  ঢাকার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সারা দেশের ওপর দিয়েই দাবদাহ বয়ে গেছে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.৮ ডিগ্রি। আজ রাজধানীসহ ফরিদপুর, টাঙ্গাইল, রাজশাহী, খুলনার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাবে। যা চলতি এপ্রিল মাসজুড়ে অব্যাহত থাকতে পারে। তবে সিলেট, চট্টগ্রাম ও বরিশালের কিছু কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সূত্র জানিয়েছে, গত তিন-চারদিন ধরে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এটা আগামী এক সপ্তাহের মধ্যে কমার সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর