শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষানীতি বাতিল না করলে আন্দোলন

—মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিতর্কিত শিক্ষা আইন ২০১৬ ও শিক্ষানীতি ২০১০ বাতিল না করলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বাদজুমা বায়তুল মোকাররম মসজিদের সামনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা  আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর