শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

সেই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

কুমিল্লা প্রতিনিধি

সেই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দুই মাস পূর্ণ হয়েছে কাল। ১৬ মে সিআইডির দেওয়া তথ্যে আশান্বিত হয়ে উঠেছেন তনুর পারিবারসহ সচেতন মানুষ। মাঝে এ মামলা নিয়ে স্থবিরতা দেখা দিয়েছিল। বিশেষ করে ৪ এপ্রিল ঘোষণা করা প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত ও হত্যার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। এদিকে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তনুর বাবা ইয়ার হোসেন। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদকের কাছে তিনি এ দাবি জানান। তনু হত্যার দুই মাসে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গরিবের আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা আইনের দিকে তাকিয়ে আছি। সিআইডি যে ডিএনএ রিপোর্ট প্রকাশ করেছে তাতে আমরা সন্তুষ্ট। ডিএনএ রিপোর্টে তিনজন তনুকে ধর্ষণ করেছে বলে আলামত পাওয়া গেছে। তাতে মনে হচ্ছে, আমরা ন্যায়বিচার পাব।’ তিনি বলেন, ‘প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকরা কোনো তথ্য দিতে পারেননি অথচ ডিএনএতে ধর্ষণের তথ্য পাওয়া গেছে। আমি মনে করি এখানে চিকিৎসকরা কোনো অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে সিআইডি যেন আইনগত ব্যবস্থা নেয় সে দাবি জানাচ্ছি।’

সর্বশেষ খবর